ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদে`র জন্য অত্যাধুনিক পদ্ধতি চালু করলো সৌদি কর্তৃপক্ষ

rising sylhet
rising sylhet
জুন ১, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংরাইজিং- হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক থার্মাল ক্যামেরা এবং অপটিক্যাল স্ক্যানিং ব্যবস্থা চালু করা হয়েছে। এমনটি জানিয়েছে

মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ‘জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য প্রফেট’স মসজিদ’। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এসব ব্যবস্থার পাশাপাশি আরও নানা স্বাস্থ্য ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণবিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালক হাসান বিন বারাকাত আল-সুওয়াইহরি বলেন,‘আল্লাহর ঘর এবং দয়াময়ের অতিথিদের সেবা নিশ্চিত করতে জেনারেল প্রেসিডেন্সি সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন করে চলেছে। এর অংশ হিসেবে অপটিক্যাল স্ক্যানিং ও জীবাণুনাশক ব্যবস্থাও চালু করা হয়েছে।’

পবিত্র হারাম শরীফে জীবাণুনাশন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ১১টি জীবাণুনাশক রোবট,২০টি বায়োকেয়ার ডিভাইস, যা শুষ্ক বাষ্প ব্যবহার করে জীবাণুনাশন করে, ২০টি কোল্ড মিস্ট ফিচারযুক্ত জীবাণুনাশক ডিভাইস,৫৯৯টি জীবাণুনাশক পাম্প, যা মসজিদের মেঝে, ব্যারিকেড ও হ্যান্ডেলের মতো স্পর্শযোগ্য জায়গাগুলো জীবাণুমুক্ত করে এবং ৫০০টি ইলেকট্রনিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেনসার, যা মসজিদের সর্বত্র স্থাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।