ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের স্বার্থ রক্ষায় সরকার আন্তরিক: ধর্ম উপদেষ্টা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সরকার হজযাত্রীদের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “গত বছর বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়েছিল। এবারও ভাড়া যৌক্তিক রাখার চেষ্টা চলছে।”

বুধবার সকালে ঢাকার আশকোনায় হজ অফিসে “হজ ২০২৬”-এ সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “হজ খরচ কমানোর ব্যাপারে জনগণের জোরালো দাবি রয়েছে। তবে শুধু ইচ্ছার জোরে এটি সম্ভব নয়। বিশেষ করে সৌদি আরবে নির্ধারিত খরচ আমরা কমাতে পারি না। তবে বিমানভাড়া ও বাড়িভাড়ার ক্ষেত্রে কিছুটা দর-কষাকষির সুযোগ রয়েছে, সেটি আমরা করছি।”

তিনি আরও জানান, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। বরং সরকারি ব্যবস্থাপনায় হজে গমনকারী যাত্রীদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হয়। এবছর প্রায় ৮ কোটি ২৮ লাখ টাকা হাজীদের মাঝে ফেরত দেওয়া হয়েছে।

ড. খালিদ বলেন, “সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়লে সার্বিক ব্যবস্থাপনা আরও নিরাপদ ও উন্নত করা সম্ভব হবে। তাই সবাইকে এই বিষয়ে আরও সচেষ্ট হতে হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। বক্তব্য রাখেন যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, মু. আ. আউয়াল হাওলাদার, মো. ইমতিয়াজ আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

দিনব্যাপী এই কর্মশালায় ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা হজ অফিসসহ দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপদেষ্টা ঢাকার ঢাকা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।