রাইজিংসিলেট- হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভোরে নদীর তীরে এক নবজাত ফুটফুটে মেয়ে শিশু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
সোমবার ভোরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের বছিরা নদীর পারে আলপিনা নামের এক মহিলা শিশুটিকে দেখতে পান।
পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে আলপিনার কাছেই রাখা হয়। তিনি ওই গ্রামের দয়াল মিয়ার মেয়ে।
এলাকাবাসীর ধারনা, বছিরা নদীর ধারে কেউ হয়তো এই বাচ্চাটাকে ফেলে রেখে চলে যায়।
ধারনা করা হচ্ছে, হয়তো কোন না কোন হাসপাতালে ডেলিভারি হয়েছে বাচ্চাটার। কাকাইলছেও ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রফিক মিয়া জানান বাচ্চাটা দয়াল মিয়ার মেয়ে আলপিনার কাছে রাখা আছে। বিষয়টা আমরা চেয়ারম্যান ও আইনের লোককে অবগত করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।