ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত

rising sylhet
rising sylhet
নভেম্বর ৪, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে আজমিরীগঞ্জ থানার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

শনিবার সকালে র‍্যালীটি থানা প্রাঙ্গণ থেকে বের পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা ও র‍্যালীতে অংশ নেন পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, কমিউনিটি পুলিশের সদস্য সহ সর্বস্তরের জনসাধারণ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের সভাপতিত্বে ও ওসি তদন্ত গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামান আলী সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও পৌরশহরের ব্যাবসায়ীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা উপজেলার আইন -শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের জান মাল রক্ষা ও সমাজে অপরাধ দমনে সকলকে পুলিশের কাজে সহযোগিতা করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।