রাইজিংসিলেট- হবিগঞ্জের আজমিরীগঞ্জে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ। হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ও কাকাইলছেও ইউনিয়নে বালুখেকোদের বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২৩ টি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শিবপাশার আব্দুল্লাহপুর হাওরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি বালুখেকো চক্র। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২৩টি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।
অভিযানে পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম।