রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ আটক ২ বন্ধু। চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ দুই বন্ধুকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী এলাকার আব্দুর রহিমের পুত্র কাউছার মিয়া (৩০), একই এলাকার তোফাজ্জল মিয়ার পুত্র মোক্তার হোসেন (২৭)।
শুক্রবার ভোর রাতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম উপজেলার ২ নং আহম্মাদাবাদ ইউপির সুকদেবপুর বিএমএলবি, এলপিজি গ্যাস পাম্প এলাকায় ১০ কেজি গাঁজা পাচারের সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার বিকালে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।