রাইজিংসিলেট- হবিগঞ্জের জেলার বানিয়াচং থানা হাজতের ভেতর থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই আসামি পরনের কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।
গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।
বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহরের বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেফতার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।
হাজতের ভেতরে থাকা আসামি কীভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসাইন বলেন, পরনে থাকা গেঞ্জি খুলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা দাবি করেছেন।