ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৫, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী টহল পরিচালনাকালে গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা-বাগান এলাকায় চুনারুঘাট- মাধবপুর সড়কের পাশে পরিত্যক্ত যাত্রীছাউনিতে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

তথ্য অনুযায়ী রাত সাড়ে আটটার দিকে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে আটক করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বহন করা বস্তা তল্লাশি করে ১১টি প্যাকেটে মোড়ানো মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা-বাগানের জনক উরাং (পিতা রবি উরাং) এবং চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা-বাগানের দুলাল ভৌমিক (পিতা মৃত কমল ভৌমিক)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে ও আশপাশের জেলায় বিক্রি করতেন। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।