রাইজিংসিলেট- হবিগঞ্জের ৭৯টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের সম্মানি ভাতা বিতরণ। পৌরসভার উদ্যোগে ৭৯টি মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে এ সম্মানি ভাতা বিতরণ করা হয়।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, ইসলামি ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান প্রমুখ ও পৌরসভার আরোও সাধারণ মানুষ।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়,আসছে ঈদ উপলক্ষে সবার সুস্থতা কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।