
রাইজিংসিলেট- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অপহৃত শিশু প্রমি চৌধুরীকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই গভীর রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। এ সময় সাহিল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের শিমুল মিয়ার ছেলে।
শিশু প্রমির পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের অভিযোগ দায়েরের পরই পুলিশ অভিযান চালায়। উদ্ধার অভিযানের পর গ্রেপ্তারকৃত সাহিলকে শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।