ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গৃহবধূকে হ ত্যা র দায়ে ৫ জনের ফাঁ সি

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৬, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অপরাধে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবুল মনসুর।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের মরহুম হরমুজ আলীর ছেলে (নিহতের স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, যৌতুকের জন্য প্রায়ই রাসেল মিয়া স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন। এমনকি রাসেল মিয়ার মা ও ভাই-বোনেরা আয়েশার ওপর অমানবিক নির্যাতন করতেন।

২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়া ও তার মা-ভাই-বোনের নির্যাতনে মারা যান আয়েশা। এ সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আয়েশার বাবা আব্দুস সাত্তার বাদি হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।