ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জমে উঠেছে কোরবানি ঈদের পশুর হাট

rising sylhet
rising sylhet
জুন ৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আর মাত্র ক’দিন পরই পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদকে সামনে রেখে একেবারে শেষ মুহুর্তে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের পদচারণা ও বেচা বিক্রিতে জমে উঠেছে জেলার সব কটি হাট। এবারের হাটে মাঝারী প্রকৃতির গরুর চাহিদা সবচেয়ে বেশি।

ক্রেতারা বলছেন- গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম বেশি। যদিও বিক্রেতারা বলছেন- গো-খাদ্যসহ যাবতীয় দাম বেশি হওয়ায় এবার হাটে দাম কিছুটা বেশি চাওযা হচ্ছে। তবে খুভ একটা বেশি না। এদিকে- কোরবানির পশুর হাটে যেন নির্বিঘ্নে কেনা বেচা হয় সে জন্য প্রশাসন থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে পশুর হাট ঘুরে দেখা যায়- প্রতিটি হাটে খামারীরা বিভিন্ন আকারের গরু নিয়ে আসছেন। বিক্রির জন্য এসব গরু সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। দেশীয়ভাবে খামারে পালনকৃত এসব পশু ক্রেতাদের নজর কাড়ে। খামারে পালনকৃত একেকটি গরুর ওজন সর্বোচ্চ ২০ মন থেকে ১০ মণ ওজনের।

বিক্রেতারা এসব গরুর দাম হাঁকেন ১৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। ক্রেতারা ঘুরে ঘুরে গরু দেখেন এবং দর কষাকষি করেন। পছন্দ আর দামে বনিবনা হলে ক্রেতারা ক্রয় করছেন এসব পশু। শুধুু খামারী নয়, গ্রাম-গঞ্জে কৃষাণ-কৃষানীদের পালন করা দেশীয় জাতের অনেক গরুও আসছে হাটে। এসব গরুর দাম ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত।তবে হাটে ক্রেতাদের কাছে বড় আকারের গরুর চেয়ে ছোট ও মাঝারী আকারের চাহিদা বেশি।

হবিগঞ্জ পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, ঈদের আগে ও পরে গবাদি পশুর হাটগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, যাতে সবাই নিরাপদে এবং নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে লক্ষ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।