
রাইজিংসিলেট- হবিগঞ্জ থানার একটি ধর্ষণ মামলায় র্যাবের যৌথ অভিযানে রনদীর গোপ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার ঘোষপাড়া এলাকার মৃত নিন্দ্র গোপের ছেলে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়ার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে। বিষয়টি র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ নিশ্চিত করেন।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ১৩ নভেম্বর দুপুরে মেয়েকে বাড়িতে রেখে স্কুলে যান তার মা। সন্ধ্যায় ফিরে এসে ইশারায় জানতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি তাকে ডেকে বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
পরে ঘটনাটি যাচাই করতে মা মেয়েকে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান এবং ভিকটিম সেখানে তাকে শনাক্ত করে। এরপর ভিকটিমের মা হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।