রাইজিংসিলেট- সিলেটের হবিগঞ্জ মাধবপুরে নিজ কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে পিতা ফারুক মিয়া(৫৫)কে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাধবপুর পৌরসভার কলেজপাড়ার জনাব আলীর ছেলে ফারুক মিয়া গত ৭ জুন কবিরাজ দেখানোর কথা বলে তার মেয়েকে (১৯) নিয়ে বাড়ি থেকে বের হয়। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে বাড়ি ফেরার পথে ওই দিন রাত সাড়ে ৮টার সময় আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দক্ষিন দিকের মাঠে নিয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম ঘটনার দিন তার স্বজনদের বললে বিষয়টি জানাজানি হয়।
এমন একটা অসামাজিক কর্মকান্ডের জন্য মেয়ে তার বাবার বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রাম থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। বিষয়টি নিশ্চিত করেছেন।