
রাইজিংসিলেট- হবিগঞ্জে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বহাল দাবিতে মহাসড়ক অ ব রো ধ করে মানববন্ধন। হবিগঞ্জের বাহুবল উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পালন করে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালকেরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সালেহ আহমেদ আবিদ।
এ সময় বক্তৃতা করেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, মাতৃচায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মঙ্গল রায়, অভিভাবক প্রতিনিধি আব্দুর রকিব, মিয়া মোহাম্মদ সিজিল, বিল্লাল মিয়া ও মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের এম. সামছু উদ্দিনসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবি, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করে তাদের শিক্ষাগত প্রণোদনা ও ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে হবে।