ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সং ঘ র্ষ, নি হ ত ১, ৫০ আ হ ত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে শ্রমিকদল ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল মিয়া (৪৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী প্রাণ হারান এবং আরও অন্তত ৫০ জন আহত হন।

সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথম দফায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আবারও দুই গ্রামের লোকজন ধারালো অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উপজেলা যুবদলের নেতা আমিন সওদাগর (আনন্দপুর) এবং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হান্নান মিয়ার (কাকাইলছেও) মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে দুই গ্রামের মানুষের সংঘর্ষে রূপ নেয়।

হামলায় নিহত রাসেল মিয়া কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।