রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদল মিয়া (২৪), তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বাসটি সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে বেজুরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মসিউর রহমান জানান, আমরা পৌঁছানোর আগেই নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।