রাইজিংসিলেট- হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রুহান। শহরতলীর কালারডুবা এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রুহান মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান মিয়া হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের শামীম মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী রুহান বাইকযোগে কালারডুবা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুহানের এমন মৃত্যু তার পরিবারের কাছে অপ্রাপ্য, এমন মৃত্যুর জন্য কান্নায় ভেঙে পড়ছে আত্নীয়সজনরা ওহ পাড়াপ্রতিবেশি। তাকে শেষ বারের মতো একবার দেখতে বাড়িতে ভীড় জমাচ্ছেন তারা।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।