ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক নাশকতার মামলায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুন নূরের ছেলে আব্দুর রকিব (৪২), বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২) ও মৃত নূর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)।

তিন আসামির মধ্যে আব্দুর রকিব উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং জুনেদ মিয়া ও তাহির মিয়া বাউসা ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম সরকার।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গত ৮ নভেম্বর রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ সেখান থেকে চারটি পেট্রোল বোমা জব্দ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।