ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে লঞ্চ থেকে গৃহবধূ উদ্ধার

rising sylhet
rising sylhet
মার্চ ৭, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও লঞ্চ ঘাটে আল হেলাল নামক একটি লঞ্চ থেকে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রুম্পা শীলকে উদ্ধার করে।

রুম্পা শীল (২১) চট্টগ্রাম জেলার পটিয়া থানার পটিয়া শীলপাড়া এলাকার মৃত সজল শীলের মেয়ে এবং ফেনীর মাস্টার পাড়ার (বর্তমানে চট্টগ্রামের পাহাড় তলীর) বাসিন্দা পিটন দাসের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রুম্পা শীলকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার আগের পরিচিত আলা উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জের ভৈরব লঞ্চ ঘাটে নিয়ে আসেন। পরে তাকে আল হেলাল নামক একটি লঞ্চে তোলা হয়। সেখানে তাকে তোলার পর ঐ ব্যক্তি মোবাইল চার্জ দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। পরবর্তীতে তিনি আর ফিরে আসেননি।

একপর্যায়ে লঞ্চটি ছেড়ে দিলে আলা উদ্দিনকে না পেয়ে রুম্পা সরকারি জরুরি সেবা ৯৯৯- এ ফোন দেন। বিষয়টি আজমিরীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়িকে অবগত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আল হেলাল নামক লঞ্চ থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে তার স্বামী পিটন দাসের দাবী- আলাউদ্দিন তার শাশুড়ির বাসায় এক সময় ভাড়া থাকতেন। চট্টগ্রামে ভাঙাড়ির ব্যবসা করেন আলাউদ্দিন। মঙ্গলবার চায়ের সাথে কিছু মিশিয়ে রুম্পাকে পান করান তিনি। পরে রুম্পাকে গাড়িতে তুলে ভৈরব নিয়ে আসেন।

আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী পিটন আজমিরীগঞ্জ থানায় এসেছেন। জিজ্ঞাসাবাদের পর স্বামীর জিম্মায় দেওয়া হবে তাকে।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, ওই গৃহবধূকে উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।