
রাইজিংসিলেট- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তফছির মিয়াকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৩ আগস্ট (শনিবার) রাত সাড়ে ৭টার দিকে শিবপাশার সবুজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বানিয়াচং থানা ও শিবপাশা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেপ্তার হওয়া তফছির মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ২৩ বছর আগে শিবপাশা গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মিয়ার শিশু পুত্র হত্যার একটি মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বানিয়াচং থানা পুলিশের নেতৃত্বে এবং শিবপাশা ফাঁড়ির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।