ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অ গ্নি কা ণ্ড, পুড়ে গেল ১২টি যানবাহন

rising sylhet
rising sylhet
আগস্ট ২১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ওই ফুয়েল স্টেশনে বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাম্পে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে যায়। আহত হয়েছেন অন্তত ৬ জন, যাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার সময় একটি বাসে গ্যাস ভরার সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো পাম্পজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পের তিনতলায় ঘুমিয়ে থাকা কয়েকজন কর্মী আগুনের ভয়াবহতা দেখে পাশের জমিতে লাফিয়ে পড়ে জীবন রক্ষা করেন, তবে তারা গুরুতর আহত হন।

পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, “আমরা তিন তলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে উঠে দেখি আগুন। প্রাণে বাঁচতে আমরা নিচে লাফ দিই।”

নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১০টি সিএনজি অটোরিকশা ও একটি বাইক ও বাস। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রয়েছে সিএনজি ফুয়েল স্টেশনটির বড় একটি অংশও।

পাম্প কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।