
রাইজিংসিলেট- হবিগঞ্জে সিলিন্ডার থেকে গ্যাস স্থানান্তরের অভিযোগে এক ব্যক্তি আটক।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি দোকান থেকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস অন্য বোতলে স্থানান্তরের সময় এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তির নাম আব্দুল মতিন, যিনি স্থানীয়ভাবে একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত।
সোমবার রাত ৯টার দিকে ড্রাইভারবাজার এলাকার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বড়চর গ্রামের বাসিন্দা।
নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।