ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ২জন কারাগারে

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৫, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম-এর আদালতে ওই মামলায় হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আফজল হোসেন জানান, ২০২২ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় এসআই ফজলে রাব্বী বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে ২৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে বিএনপি নেতারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে ৪২ জন নেতাকর্মী জামিন আবেদন করেন। আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেন।

জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।