ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পৃথক আটটি অভিযানে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় একটি পিকআপ ফেলে পালিয়ে যায় চালক। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা হিমায়িত গরুর মাংস উদ্ধার করা হয়।

এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখান ও কাকমারাছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চশমা, কসমেটিকস, মদ এবং পরিবহনে ব্যবহৃত কয়েকটি বাইসাইকেল জব্দ করা হয়।

অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি এলাকা এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, সানগ্লাস, থ্রি-পিস, ব্লাউজ ও শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।