ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-৪ পর্যটন প্রতিমন্ত্রীকে শোকজ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৩, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল শোকজ করেন।

সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতের পেশকার শরীফ খন্দকার বলেন, ‘নির্বাচনী অনুসন্ধান কমিটি নিয়মিত কাজের অংশ হিসেবে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা পরিদর্শনকালে দৃষ্টিগোচর হয় যে, মঙ্গলবার বিকেল থেকে চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে রাস্তার উপরে নির্বাচনী জনসভা করেন। ওই জনসভার কারণে মধ্যবাজারের পূবালী ব্যাংকের শাখার সামনের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়।’

চুনারুঘাট থেকে আসামপাড়া হয়ে বাল্লা স্থলবন্দরগামী এবং চুনারুঘাট থেকে জগদীশপুরগামী যানবাহন ও চলাচল বন্ধ হয়ে যায়।

শরীফ খন্দকার আরও বলেন, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬(ঘ) ভঙ্গ হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। তাই ৫ জানুয়ারির মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য শোকজ করা হয়েছে।’

বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেন এবং যথাসময়ে ব্যাখ্যা দাখিল করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবারের ওই সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচন অনুসন্ধান কমিটি ব্যারিস্টার সুমনকে হ্যান্ডবিলে জাতির পিতার ছবি ব্যবহার এবং রাস্তায় প্রতিবন্ধিকতা সৃষ্টি করে সভা করায় দুইবার শোকজ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।