ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে এক ভাই নি হ ত নারীসহ ৩ জন আ হ ত

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে।

শুক্রবার (৩০ আগস্ট) কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা রকিব আলী ও তার ছেলে ইমরানকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 গতকাল শুক্রবার ‍জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান।

তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন।

 শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।