ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ড. শাহ জামাল

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট সদর উপজেলার হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা পরিচালনার জন্য ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বামাশিবো/প্রশা/৩৩১২৫১৩০৪৯১১/১১৪৬৯৮ নং স্মারকে ৬ মাসের জন্য তাকে উক্ত পদে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে ড. শাহ জামাল (নুরুল হুদা) কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা পরিচালনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অটুট রাখতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। তিনি দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।