
রাইজিংসিলেট- সিলেট নগরীর হাওয়াপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব, প্রবীণ আলেম মাওলানা আব্দুল ওয়াহাব আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) ভোরে কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় তিনি ভুগছিলেন বলে জানান তাঁর নাতি ও কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ।
একজন ছেলে, নাতি-নাতনিসহ বহু স্বজন ও শুভানুধ্যায়ী রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দীর্ঘ সময় হাওয়াপাড়া জামে মসজিদে ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করে তিনি একজন সৎ, পরহেজগার ও নীতিবান আলেম হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর জন্ম কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারে, পরে তিনি রায়গড় গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আলেম-উলামা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন।
শনিবার আসরের নামাজের পর রায়গড় জামে মসজিদের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।