
রাইজিংসিলেট- হাতির আক্রমণে আ হ ত ৩ জনকে ঢাকায় আনা হলো বিজিবির হেলিকপ্টারে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পা মাইন বিস্ফোরণে আহত একটি বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন দুইজন পশুচিকিৎসক এবং একজন পরিবেশকর্মী। পরবর্তীতে সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আহতদের হেলিকপ্টারে করে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করে।
এই ঘটনা ঘটে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তঘেঁষা রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকায়।
আহত তিনজন হলেন:
ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, ভেটেরিনারি সার্জন, ডুলাহাজরা সাফারি পার্ক
ডা. মো. মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি সার্জন, গাজীপুর সাফারি পার্ক
মো. আতিকুর রহমান, সদস্য সচিব, সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ (কক্সবাজার জেলা শাখা)
প্রত্যক্ষদর্শীদের মতে, আহত হাতিটির চিকিৎসার সময় সেটি হঠাৎ আচরণে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন। এরপর বিজিবি সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে।
শনিবার (১৬ আগস্ট) সকালে বিজিবির একটি হেলিকপ্টারে তাদের রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জরুরি মানবিক সহায়তার ক্ষেত্রেও তারা সদা প্রস্তুত।