
রাইজিংসিলেট- সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জড়িত।
শনিবার দক্ষিণ সুরমার চন্ডিপুলে নিজের নির্বাচনী প্রচার সরঞ্জাম সরানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, “নির্বাচনের প্রতিটি প্রার্থীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আমরা জানি, এই পরিকল্পনায় কারা জড়িত।” তিনি আরও বলেন, “বিশেষভাবে ভারতের ‘র’ এবং ধর্ম ব্যবসা চালানো একটি রাজনৈতিক দল এসব ঘটাচ্ছে। তারা চাইছে নির্বাচন ব্যাহত হোক এবং হাদির ঘটনায় তারা জড়িত।”
যুক্তরাজ্য বিএনপির এ সভাপতিও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তার ওপরও হামলার চেষ্টা হয়েছিল। “তবুও বিএনপির নেতাকর্মীরা হুমকির প্রভাবিত হন না। যত হুমকি আসুক, আমরা তা মোকাবিলা করবো।”
তিনি জামায়াত ইসলামকে আঙ্গুল তুলে বলেন, “যারা ধর্মকে ব্যবসায় পরিণত করে এবং মানুষকে ভ্রান্ত করে, তারা এসব করছে। এরা ক্ষমতায় যেতে চায় এবং দেশকে তালেবান বানাতে চায়। তবে জনগণ এখন এ বিষয়ে সচেতন।”
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। বর্তমানে তিনি এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার পর থেকে ঢাকার পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। হামলাকারীদের সনাক্ত করলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।