ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাদির ওপর হা ম লা র ঘটনায় উল্লাস প্রকাশ করেছে ভারত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এবং সকল রাজনৈতিক দল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর ঠিক বিপরীত ভারতের রাজনৈতিক অনলাইন একটিভিস্টরা।

ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যারা হাদির হত্যাচেষ্টার পর উল্লাস প্রকাশ করেছে।

ভারতীয় অ্যাক্টিভিস্টরা ওসমান হাদির একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে তার হত্যাকে সমর্থন করে এটিকে প্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন।

ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ Youth4Nation – TN Chapter-এর সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার (অব.) এক্স-এ পোস্ট করে দাবি করেন, ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করে তথাকথিত গ্রেটার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন এবং এ কারণেই তিনি ঢাকায় অজ্ঞাতপরিচয়দের গুলিতে আহত হয়েছেন। দ্য ডিসেন্টের বিশ্লেষণে দেখা যায়, মেজর মাধান কুমার সাম্প্রতিক পোস্টগুলোতে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপির) পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

আরও দেখা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে একই দাবি ছড়িয়ে দেওয়া হয় যে, ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন।

অ্যাক্টিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ড. রাজেশ পাটিল এক দীর্ঘ পোস্টে ওসমান হাদির মনগড়া ভারত দখলের পরিকল্পনার বর্ণনা দিয়ে দাবি করেন, একজন #Dhurandar হাদিকে তার ভারতবিরোধিতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়।

#Dhurandar হ্যাশট্যাগ: ভারতীয় অ্যাকাউন্ট BhikuMhatre একই দাবি করে এবং বলে যে ভারতীয়রা কিছু #Dhurandar এর জন্য নিরাপদ আছে। তিনি পোস্টের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রশংসা করে একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করেন। ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে এই #Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদের ধন্যবাদ জানানো হয়েছে।

সূত্র: দ্য ডিসেন্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।