ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৫, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

কাশ্মীরের ভয়াবহ এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। তবে হামলার ঘটনার পরই বাণী কাপুর ও ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ সিনেমা বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। গত ১ এপ্রিল সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই বিতর্ক চলছিল।

 

বৃহস্পতিবার (২৪এপ্রিল) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে দুঃখ প্রকাশ করেন ফাওয়াদ খান। তিনি লেখেন, পেহেলগামে হামলার খবরে গভীরভাবে দুঃখিত আমি। এই ভয়াবহ ঘটনায় সমবেদনা জানাচ্ছি।

 

এ ছাড়া অভিনেত্রী বাণী কাপুরও শোক প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, পেহেলগামে নিরীহ মানুষের ওপর হামলা দেখার পর থেকে ভাষা হারিয়ে ফেলেছি। আমি স্তব্ধ, বিধ্বস্ত। তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা।

 

গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার ঘটনা ঘটে কাশ্মীরের বৈসরন উপত্যকায়। এতে ২৬ জনের মৃত্যু হয়। এরমধ্যে ২৫ জন ভারতীয় এবং বাকি একজন নেপালি। ভয়াবহ এ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। দেশটির সব শ্রেণি-পেশার মানুষের মতো প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও।

 

প্রসঙ্গত, ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো সিনেমার মাধ্যমে ভারতে ব্যাপক পরিচিত লাভ করার পরও বলিউডের কোনো সিনেমায় দেখা যায়নি ফাওয়াদ খানকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।