
রাইজিংসিলেট- দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গতকাল সোমবার (১৬ জুন) এ ঘটনা ঘটে।
নিহত সেনা হলেন, সার্জেন্ট নাবেহ লেসহেম (২০)। তিনি ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের নকদিমের বাসিন্দা এবং গোলানি বিগ্রেডের ১২তম ব্যাটালিয়নে কাজ করতেন।
আইডিএফ জানিয়েছে, গাজার খান ইউনিসে অভিযান চালাত গিয়ে হামাসের পেতে রাখা গাড়ি ভর্তি বিস্ফোরণে লেসহেম নিহত এবং আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।
আহত সেনাদের মধ্যে একজন অফিসারও রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলাসহ স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত গাজায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।