ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে দালালচক্রের ৯ সদস্যকে ১৫ দিনের কারা দ ণ্ড ও জরিমানা

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৮, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

হাসপাতালে দালালচক্রের ৯ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সাজার আদেশপ্রাপ্তরা হলেন- অসিত দাস, রমিজ আলী, কামাল শাহ, আসাদুজ্জামান, মোহাম্মদ কাওসার, জিলু মিয়া, আব্দুল খালেক, সৌরভ রায় ও নিতু ঘোষ। তারা হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, চুনারুঘাট ও সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া এ দণ্ডাদেশ দেন।

এর আগে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ও র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের সদস্যদের আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া বলেন, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় নয়জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে সবাই অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।

জানা যায়, হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে শহরে গড়ে উঠেছে একাধিক বেসরকারি ক্লিনিক ও ফার্মেসি। প্রতিদিন দালালচক্র রোগীদের এসব ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করে। নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে গিয়ে ওষুধ বিক্রির ক্ষেত্রেও তারা প্রভাব খাটায়। এসব ফার্মেসি নিজেদের বিক্রি বাড়াতে নিয়োগ দিয়েছে নিজস্ব দালালও।

দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিন প্রতারিত হচ্ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষ। অনেক ক্ষেত্রেই দালালচক্রের খপ্পরে পড়ে রোগীর প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।