ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে পানির ট্যাংকির প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃ ত্যু

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৪২)। তিনি নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডের আউটসোর্সিংয়ের কর্মী ছিলেন।

জানা যায়, সোমবার দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির এক অংশে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। এতে গুরুতর আহত হন হাসপাতালের এক কর্মচারী। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধের কারণে বর্তমানে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।