
রাইজিংসিলেট- হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যাচ্ছেন জামায়াত নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, প্রতিনিধি দলে থাকবেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তাদের সঙ্গে থাকবেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কয়েকজন নেতাও।
গতকাল (১৯ আগস্ট) গভীর রাতে হঠাৎ অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সন্ধ্যায় তিনি চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরে দলীয় কার্যালয়ে কয়েকটি বৈঠকে অংশ নেন। পরে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
১৩ আগস্ট মির্জা ফখরুল ব্যাংককে গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।