ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে লাইভ করে ভিউ কামানো লজ্জাজনক ও অমানবিক

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর বিপুলসংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে। এই অবস্থাকে লজ্জাজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, উৎসুক জনতার কারণে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স, জরুরি সামগ্রীবাহী যান এবং অক্সিজেনের গাড়ি প্রবেশ করতে পারছে না। এমনকি কিছু লোক হাসপাতালের ভেতরে ঢোকারও চেষ্টা করছে, যা চিকিৎসা কার্যক্রম ব্যাহত করছে।

তিনি লিখেছেন, “ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যাপকসংখ্যক উৎসুক জনতার ভিড়, এতে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হচ্ছে। ছাত্র ভলান্টিয়াররা চেষ্টা করছেন, তবে ভিড় এত বেশি যে কুলিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।”

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ভিডিও করছে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে ভিউ কামাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি অনুরোধ জানিয়ে বলেন, “ছাত্রদের আরও একটি টিম দরকার, দয়া করে উৎসুক জনতাকে ফুটপাতসহ পুরো রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করুন। আইনশৃঙ্খলা বাহিনীও যেন এই বিষয়ে নজর দেয়।”

তিনি আরও বলেন, “বিভিন্ন হাসপাতাল থেকে তুলনামূলক উন্নত চিকিৎসাসেবার জন্য বার্ন ইনস্টিটিউটে রোগী আসছে। কিন্তু এই জনসমাগমের কারণে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

রক্তদানে ইচ্ছুকদের উদ্দেশ্যে ফয়েজ আহমদ জানান, “এই মুহূর্তে নেগেটিভ রক্তের প্রয়োজন নেই। যারা রক্ত দিতে চান, তারা হটলাইনে রক্তের গ্রুপ ও নাম জানিয়ে রাখুন। ইতোমধ্যে অনেকেই রক্ত দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সবশেষে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, “যদি আপনি কোনো ভিকটিমের পরিবার না হন, দয়া করে হাসপাতালে বা জরুরি নম্বরে যোগাযোগ করে পরিস্থিতি আরও জটিল করবেন না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।