ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলম এবং তার সহযোগী সেলিমের বিরু দ্ধে গ্রে প্তা রি পরোয়ানা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১২, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার সূত্রে জানা গেছে, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য সৃষ্টি হয়। রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেয় হিরো আলম। ২১ জুন হাতিরঝিল থানার আওতাধীন একটি বাসায় তাদের মধ্যে মিমাংসার জন্য ডাকা হয়। ওইদিন রিয়া মনিসহ তার পরিবার ঘটনাস্থলে পৌঁছালে আসামিসহ অজ্ঞাত ১০-১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে হিরো আলম ও তার সহযোগীরা রিয়ার বর্তমান ঠিকানায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে জখম করেন। সেই সাথে রিয়ার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেন চুরি করা হয়।

এ ঘটনায় ২৩ জুন রিয়া মনির করা অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বুধবার (১২ নভেম্বর) এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এই কারণে তারা জামিন বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।