
হত্যা মামলার আসামী মো. আবদুল হান্নানকে হবিগঞ্জের একটি চা বাগান থেকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার হওয়া আবদুল হান্নান হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত আবদু সহিদের ছেলে। তিনি বাহুবল থানার একটি হত্যা মামলার আসামী বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল থানার রামপুর চা বাগানের ম্যানেজারের বাংলোতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।