রাইজিংসিলেট- প্রস্তুত সিলেট সিটি করপোরেশন, প্রস্তুত পরিচ্ছন্নতা কর্মীরা। প্রস্তুত যানবাহন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। ১২ ঘন্টার মধ্যে কোরবানীর বর্জ্য অপসারণ করতে তারা ঝাঁপিয়ে পড়বেন কাজে।
সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের সাথে আলাপকালে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের মোট ৪২টি ওয়ার্ডে ৪২টি ট্রাক দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিটি কর্মীকে নিজেদের এলাকার দায়িত্ব সমঝে দেয়া হয়েছে। একটি ট্রাক, ব্লিচিং পাউডার, বেলচা, কোদালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সমঝে দেয়া হয়েছে।
পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক তদারকি করবেন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বশীল কর্মকর্তা। এছাড়া স্বেচ্ছাসেবক বাহিনীতো আছেই।
সবাই মিলে কাজ করলে ১২ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব। তবে প্রকৃতি বৈরি হলে আলাদা কথা। সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবেদীন বলেন, আমরা প্রস্তুত। প্রস্তুত আমাদের কর্মীরাও। গেলো বছরও আমরা ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করেছি। এবারও তা করা হবে।
তবে মোট কতটা টিম কাজ করবে- এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নি তিনি। বলেছেন, আসলে টিম করে তেমন কিছু হয়না। আমরা আমাদের কর্মীদের প্রয়োজনে যখন যেখানে সম্ভব বা সম্ভব সেখানেই ব্যবহার করবো।
তিনি নগরবাসীকে আশ্বাস দিয়ে বলেন, ইনশাল্লাহ ১২ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে।