ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১,৩০০ জন সমর্থক বেলজিয়ামে গেছেন বার্সেলোনা দলকে উৎসাহ দিতে

rising sylhet
rising sylhet
নভেম্বর ৫, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বেলজিয়ামে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। হানসি ফ্লিকের দল বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে বেলজিয়ান ক্লাব ব্রুগের।

 শুধু স্পেন থেকেই নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও বার্সা ভক্তরা গ্যালারি মাতাবেন। বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশের ৮টি অফিসিয়াল বার্সেলোনা ফোরাম থেকে ১৯৭ জন সদস্য স্টেডিয়ামে থাকবেন। এ ছাড়া জার্মানির স্টুটগার্ট, নেদারল্যান্ডসের রুজেনডাল এবং ফ্রান্সের প্যারিস ফোরাম থেকেও ৩৫ জন করে সমর্থক উপস্থিত থাকবেন।

চলতি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে আছে। ব্রুগের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে বড় উত্থান ঘটাতে পারে তারা।

এই ম্যাচে বার্সার সমর্থন থাকবে বিশাল সংখ্যায়। ক্লাবের অফিসিয়াল তথ্য অনুযায়ী, মোট ১,৩০০ জন সমর্থক বেলজিয়ামে গেছেন প্রিয় দলকে উৎসাহ দিতে। তাদের মধ্যে ৬৯০ জন ক্লাবের সদস্য এবং ৬১০ জন সাধারণ সমর্থক উপস্থিত থাকবেন ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামের গ্যালারিতে।

এর আগে ২০০২-০৩ মৌসুমে এই মাঠে ক্লাব ব্রুগের বিপক্ষে একমাত্র ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রিকেলমের গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।