রাইজিংসিলেট- ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে দেশে ফিরলেন ৩২ জন, ইরান ফেরত প্রবাসীদের দ্বিতীয় দফা প্রত্যাবর্তন। ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি মঙ্গলবার (৮ জুলাই) দেশে ফিরেছেন। তারা সড়কপথে তেহরান থেকে মাশহাদ গিয়ে সেখান থেকে বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকায় পৌঁছান।
ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই প্রত্যাবাসন প্রক্রিয়া সমন্বয় করেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানান, ইরানের রাজধানী তেহরানে বিমানবন্দর এখনো চালু না হওয়ায় মাশহাদ শহর হয়ে ফিরতে হচ্ছে। প্রায় ১ হাজার কিলোমিটার দূরের এই শহরে পৌঁছাতে ১৫ ঘণ্টা সময় লাগে, ফলে যাত্রা কিছুটা দীর্ঘ ও কষ্টসাধ্য।
তিনি জানান, তৃতীয় দফায় আরও ৩০ জনকে ১৩ জুলাই দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। টিকিট নিশ্চিত হওয়ার পর তাদের ফিরিয়ে আনা হবে।
রাষ্ট্রদূত বলেন, “ইরানের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় ভালো হলেও বিমান যোগাযোগ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।