ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু-সচিব রুহুল আমিন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২২, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রায় ১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।

প্রবাসী কল্যাণ সচিব বলেন, এখন সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে, তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাবো।

বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে প্রবাসী কল্যাণ ভবনে নিজ কার্যালয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে সকাল ৯টার পর থেকে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। বিক্ষোভকারীরা জানান, গেল বছর কাজের সুযোগ পেয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি প্রায় ১৮ হাজার কর্মী।

সচিব রুহুল আমিন বলেন, ‘রিক্রুটিং এজেন্সিগুলো থেকে টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি নীতি মেনে মালয়েশিয়া পাঠানোর পাশাপাশি নতুন করে অর্থ দেওয়ার বিড়ম্বনায় যাতে তৈরি না হয় সে ব্যাপারেও আশ্বাস দেন তিনি।

৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।