
রাইজিংসিলেট- প্রায় দুই দশক পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ২০০৬ সালে এই আয়োজন করেছিল বোর্ড, কিন্তু নিয়মিততা ধরে রাখতে পারেনি। দীর্ঘ ১৯ বছর পর এবার আবারও সেই আয়োজন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সোমবার, ৩০ জুন অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এই আয়োজন শুধু একবারের জন্য নয়—আগামী ৪ থেকে ৫ বছর নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “আমরা অ্যাওয়ার্ড নাইট আবার চালু করছি। শুধু এক বছরের জন্য নয়, বরং এটা নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাচ্ছি।”
এবারের আয়োজন শুধু ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ক্রিকেট সংশ্লিষ্ট সাংবাদিক, মাঠকর্মীসহ অন্য সেবাদানকারীদের পারফরম্যান্সও মূল্যায়নের আওতায় আনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, “এটা আমাদের ‘হাইপারফরম্যান্স ফর অল’ প্রোগ্রামের অংশ। খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, বিশ্বের অনেক শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশ যেমন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড প্রতিবছর নিজেদের সেরা পারফরমারদের পুরস্কৃত করে থাকে। এবার সেই ধারাকেই আবার অনুসরণ করতে যাচ্ছে বিসিবি।