
রাইজিংসিলেট- বাংলাদেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা দেখা যাচ্ছে—এটি বৈধ মুদ্রা ব্যবহারের নিয়মের লঙ্ঘন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০২৫ সালের ১৫ অক্টোবর, এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ জানায়, ১ ও ২ টাকার ধাতব মুদ্রাও অন্যান্য মুদ্রার মতোই বৈধ এবং এগুলো লেনদেনে ব্যবহার বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাগজের নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও সরকার অনুমোদিত বৈধ টাকা। তাই এসব মুদ্রা লেনদেন থেকে বিরত থাকা আইনত ঠিক নয়। জনগণকে এ মুদ্রাগুলো স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।