ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১ ভোটে হারা প্রার্থী আইনি লড়াইয়ে জিতলেন ৫৩৩ ভোটে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুরে গত বছরের ৫ জানুয়ারীতে অনুষ্টিত স্থানীয় সরকার নির্বাচনে ১ ভোটে পরাজয় দেখানো প্রার্থী  ৫শ ৩৩ ভোটে জয়ী হয়ে হয়েছেন।

আদালতে মামলা দায়েরের দীর্ঘ ২১ মাস পর ভোট পুনঃগগননার মাধ্যমে এ ফলাফল ঘোষিত হয়। উপজেলা নয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন সাবেক মেম্বার নুরুল হাসান তপু ও ইসলাম উদ্দিন। ২৮শ ২৬ জন ভোটারের ওই ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী ইসলাম উদ্দিনকে ১ ভোটে জয়ী দেখানো হয়েছিল। নির্বাচনে ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাখা প্রতীকের প্রার্থী নুরুল হাসান তপু বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন জজকোর্টের আইনজীবি এড. মোঃ জসীম উদ্দিন। স্বাক্ষীদের স্বাক্ষ্য ও দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে নির্বাচন ট্রাইব্যুনাল জজ ও হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সবুজ পাল ভোট গণনার আদেশ করেন। পুনঃগণনায় ১ ভোটে পরাজয় দেখানো পাখা প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১২৯৬। অপরদিকে জয়ী ঘোষিত ইসলাম উদ্দিনের প্রাপ্ত ভোট পাওয়া গেছে ৭৬৩। এতে দেখা যায় কারচুপি করে ৫শ ৩৩ ভোটে জয়ী প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছিল। সদ্য বিজয়ী নুরুল হাসান তপু তার মতামত ব্যক্ত করে বলেন, আদালত মানুষের শেষ ভরসাস্থল। আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।