
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ (৩০ জুলাই)। আবেদন গ্রহণ চলবে ১১ আগস্ট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে।
গুরুত্বপূর্ণ তথ্য: আবেদন ফি: ২২০ টাকা
ভর্তি ফি: ১,০০০ টাকা থেকে ৮,৫০০ টাকা (কলেজ ও অঞ্চলের ভিত্তিতে ভিন্ন)
আবেদন করতে পারবে: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি/সমমান পাস করা শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা: নেওয়া হবে না, শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি
ভর্তির কোটাব্যবস্থা:
৫% মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য
১% শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য
১% অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য
মেধা নির্ধারণের নিয়ম:
একই জিপিএ থাকলে মোট নম্বর দেখা হবে
নম্বর সমান হলে বিভাগ অনুযায়ী নির্দিষ্ট বিষয়ের নম্বর অগ্রাধিকার পাবে
বিজ্ঞান বিভাগে: গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি
মানবিক/ব্যবসায় শিক্ষা: ইংরেজি, গণিত ও বাংলা
অন্যান্য নির্দেশনা: নিজের স্কুলে এসএসসি পাস করা শিক্ষার্থীরা বিভাগ অনুযায়ী অগ্রাধিকার পাবে
ছাড়পত্র ছাড়া অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না
অনুমোদনহীন ক্যাম্পাসে ভর্তি করালে প্রতিষ্ঠানটির স্বীকৃতি ও এমপিও বাতিল হতে পারে
ভর্তি ও ক্লাস শুরুর প্রক্রিয়া এসএসসি ফল প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে