
২৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।
বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়।
এসএমপি’র মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা টিম ২৪ লাখ ২০ হাজার টাকার ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ করেছে। এসময় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় একটি পিকআপ ও এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক যুবক হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে মো. জাকারিয়া আহমদ (২৬)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।