ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

২৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৯, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

চলতি মাসের ২৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের।

বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৪২ কোটি ৮ লাখ টাকা। যা আগের মাস সেপ্টেম্বর ও ২০২২ সালের অক্টোবর মাসের চেয়ে বেশি।
রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আগের বছরের অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ৪ হাজার মার্কিন ডলারের। গত সেপ্টেম্বর মাসে এসেছিল ৪৪ মাসের সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে একই সঙ্গে আগের বছর অক্টোবর ও চলতি বছরের আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এলো।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আগের মাসে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর সরকারের দেওয়া ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আরও ২ টাকা ৫০ পয়সা প্রণোদনা বৃদ্ধির সিদ্ধান্তে প্রবাসী আয় আবার বেড়েছে। প্রণোদনা বৃদ্ধির ফলে হুন্ডিকে অনেকাংশই দমানোর সম্ভব হয়েছে, আর এ কারণেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা সূচনা হয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৭ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৬ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যবসারত বিদেশি ৯ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ ২৪ কোটি ৫৩ লাখ ডলার প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে, ১০ কোটি ৯ লাখ মার্কিন ডলার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।